যার মুহাব্বাত আপনার জীবন ধ্বংস করে || ADORSHITO DEEN || আদর্শিত দ্বীন
আমরা হলাম নৌকার যাত্রী, দুনিয়া হলো নৌকা, আর দুনিয়ার মুহাব্বাত হলো পানির মতো।
পানির উপরে চলার জন্য যেরকম নৌকার প্রয়োজন হয় এবং নৌকার উপরে পানি উঠলে যেভাবে নৌকা ডুবে যায়; ঠিক তদ্রুপ দুনিয়ায় চলতে হলে দুনিয়াবি কাজ ইসলামি শরীয়াহ মোতাবেক করতে হবে, বাট দুনিয়ার মুহাব্বাত যেনো ভিতরে প্রবেশ না করে। দুনিয়ার মুহাব্বাত মনের মধ্যে প্রবেশ করলে আমরা দুনিয়া ডুবি হয়ে যাবো। দুনিয়ায় ডুবে থাকলে আখিরাত আমাদের থেকে দূরে সরে যাবে। আর আখিরাত দূরে সরে গেলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে।
অতএব আমরা দুনিয়ায় চলব ঠিক; দুনিয়ার কাজও করব তবে, দুনিয়ার মুহাব্বাতে পরে আমরা যেনো পাপকাজে লিপ্ত না হই। দুনিয়ায় যদি আমরা ঠিকমতো চলতে পারি, তবেই তো আমরা আখিরাতে কামিয়াব অর্জন করতে পারবো।
"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
তাই প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! আপনারা এই ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দ্বীনের দাওয়াত সকলের কাছে পৌঁছে দিন। জাযাকাল্লাহ্!
আমাদের ফেসবুকে ফলো করতে পারেনঃ https://bitly.net/LnMU4n
যে কারনে খলিফা ওমর রাদ্বিঃ আবু জরকে হত্যা করতে চেয়েছিলেন || ADORSHITO DEEN || আদর্শিত দ্বীন
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্!
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! একজন মুসলমান কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে ধর্মীয় ভাইয়ের বন্ধনে শিক্ষা দিয়ে গেছেন, সেই হিসেবে আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই। এক ভাই মুসীবতে পরবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো! এ হতে পারে না। সাহায্যে অবশ্যই আমাদের পাশে এগিয়ে থাকতে হবে।
হযরত আবু জরের দূঃসাহসী যার কারনে তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে এবং এক যুবকের সত্যবাদীতা ও অঙ্গীকার রক্ষা।
"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
তাই প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা! আপনারা এই ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দ্বীনের দাওয়াত সকলের কাছে পৌঁছে দিন। জাযাকাল্লাহ্!
Mokhles Madani
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?