আফগান নারীদের কাজে নিলে এনজিও বন্ধ করবে তালিবান
২০২১ সালে ইসলামি আমিরাত আফগানিস্তনের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের নারীদের ওপর বেশকিছু সীমাবদ্ধতা আরোপ করেছে তালিবান সরকার। তাদের সর্বশেষ নির্দেশনায় এবার চাকরি করার সুযোগও হারাচ্ছেন আফগান নারীরা।
নারীদের নিয়োগ দিলে আফগানিস্তানে পরিচালিত সব দেশি-বিদেশি সংস্থা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তালিবান সরকার। ইসলামি অনুশাসন মেনে হিজাব না পরার অভিযোগে আফগান নারীদের কাজে না নিতে দেশটিতে পরিচালিত এনজিওগুলোকে অনুরোধ করার দুই বছর পর এই ঘোষণা দিল তালিবান সরকার।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে এক্স-এ প্রকাশিত এক চিঠিতে দেশটির অর্থ মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, (তালিবান সরকারের) সর্বশেষ আদেশ না মানলে এনজিওগুলো আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করার লাইসেন্স হারাবে।
আফগানিস্তানে দেশি-বিদেশি সংস্থাগুলোর সব কার্যক্রমের নিবন্ধন, সমন্বয়, নেতৃত্ব ও তত্ত্বাবধায়নের দায়িত্ব পালন করে থাকে দেশটির অর্থ মন্ত্রণালয়

Khodeza Begum
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?