ইত্তেফাকের প্রধান শিরোনাম, 'গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি'।
প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন।
তারা বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলেন এবং শেখ হাসিনাসহ গণহত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান।
সমাবেশে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।
সেইসাথে জাতীয় নাগরিক কমিটির নেতারা বর্তমান সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তাগিদ দেন।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন ঘটনায় ভুক্তভোগীদের কষ্ট তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
— ইত্তেফাক
Khodeza Begum
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?