হলি আর্টিজানের এক মাস পর আমাকে আমার বাচ্চার স্কুলের সামনে থেকে তুলে নিয়ে বিনা অপরাধে ১০ মাস গুম করে রাখে, র্যাব-১ এ।
এরা নিজেরাও জানত যে এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই; এমনকি জিজ্ঞাসাবাদে এই ঘটনা নিয়ে তারা একবারও আমার উপর সংশ্লিষ্টতার অভিযোগ তোলেনি। কিন্তু দশ মাস গুম ঠিকই রেখেছে।
এরপর এক মধ্যরাতে চোখ বেধে ঢাকার অদূরে এক নির্জন রাস্তায় ফেলে যায়।
আমাকে যখন নিয়ে যায় ভেবেছিলাম মেরে ফেলতেই নিয়ে যায়। তাওবা ইস্তেগফার পড়ে প্রস্তুত হয়ে ছিলাম।
- আহমেদ রফিক

Khodeza Begum
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?