পুরান ঢাকার নিউ রাজধানি, রাজধানি ও রাজ হোটেল গরু রাখে না। কিছু ভাই এ রেস্টুরেন্টগুলোতে গিয়ে গরু না রাখার কারণ জানতে চেয়েছিলেন। হোটেল কতৃপক্ষ জানিয়েছে, হিন্দু কাস্টমাররা পছন্দ করেন না বলে তারা গরু রাখেন না।
এখন, এই রেস্টুরেন্টে মুরগী বা খাসি খাওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে কিনা সেটা ভেবে দেখা দরকার। যারা হিন্দু কাস্টমারদের কারনে গরু রাখে না, তারা আল্লাহ নামে জবাই করা মুরগী বা খাসি কি হিন্দুদের খাওয়াবে বলে মনে হয়? আর আল্লাহর নামে জবাই না করলে আপনার জন্য সে গোস্ত খাওয়া জায়েজ হবে না।
সাবধানতা অবলম্বন জরুরি।
সংগৃহীত

Khodeza Begum
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
madani7040
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟