আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের ধারাবাহিক বিমান হামলায় নারী, শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর মধ্যে কেবল লামানেই একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন।
তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বারমালে বিমান হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
হামলার নিন্দা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নিজেদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ‘ওয়াজিরিস্তানি শরণার্থীরাও’ ছিল।
(পাকিস্তানের শিক্ষা হলো না। এরা পুরো পাকিস্তান হাতছাড়া হওয়ার আগপর্যন্ত তাদের শিক্ষা হবে না।)
সোর্স :- টেলিগ্রাম নিউজ পোর্টাল

Khodeza Begum
コメントを削除
このコメントを削除してもよろしいですか?