যদি পাশের দেশের চাপেই বিডিআর বিদ্রোহের কমিশন না হয়ে থাকে, তাহলে জুলাই গণহত্যার বিচারও হবে বলে মনে হয় না।
হয়তো আজ থেকে ১০ বছর পর এভাবেই কোন মামলার দোহাই দিয়ে জুলাই গণহত্যার বিচার আটকে দেওয়া হবে, যেভাবে আটকানো হলো বিডিআর বিদ্রোহের কমিশন।
আজকের বিপ্লবীরা যদি আর্মি অফিসার হত্যার বিচারের দাবিটা আদায় করতে না পারেন, তবে আপনি নিজে খুন হলেও সেইটার বিচার পাবেন না কোনদিন।
পাশের দেশ আপনাকে থ্রেট মনে করলেই খেয়ে দেবে। বাট আপনার রক্ত বিক্রি হয়ে যাবে কোন এক ধমক, স্বার্থ বা ক্ষমতার বিনিময়ে।
৫৮ জন দেশপ্রেমিক সেনা অফিসার আর বিনা অপরাধে জেল খাটা হাজারো বিডিআর জাওয়ানদের রক্ত বিক্রি করতে দেওয়ার আগে কথাটা মাথায় রাইখেন।
©সাদিকুর রহমান খান
Mokhles Madani
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Khodeza Begum
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?