হার্ট দুর্বল হলে, না দেখার অনুরোধ😭
সিরিয়ার কুখ্যাত সীদনা কারাগারে বিভিন্ন সময়ে মৃত্যু বরণ করা লাশের ছবি। যারা নরপিশাচ বাশার আল আসাদ এবং ইরানীদের অকথ্য, অমানবিক, পাশবিক, অবর্ণনীয় এবং অকল্পনীয় নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন।
মৃতদেহগুলো দামেশকের "হারাস্তা" হাসপাতালের হিমঘর এবং অন্যান্য কেবিনে পাওয়া যায়।
আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এত পাশবিকতাও কি সম্ভব? মানুষ এত বড় জানোয়ার হতে পারে? মানুষ হয়ে মানুষের উপর কীভাবে এমন নির্যাতন করতে পারে?



Khodeza Begum
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?