সচিবালয়ে দুই প্রান্তের ভিন্ন দুই রুমে আগুন যে ইংগিত দেয় তা হলো, স্বৈরচার পালিয়ে গেলেও তার দোসররা কতটা মজবুতভাবে এখনো প্রশাসনের সবখানে চুপটি মেরে বসে আছে। তারা কী কী ধরনের গোলযোগ পাকাতে সক্ষম। উপদেষ্টা মণ্ডলী এদেরকে খুঁজে বের করা ও ছাটাই করার দ্বারা সবকিছুকে নিরাপদ করার দিকে মনোনিবেশ না করে সাইবার বুলিং আইনের মতো হাবিজাবি জিনিস নিয়ে ব্যস্ত।
সচিবালয়ের মতো কঠিন নিরাপত্তা বেষ্টিত জায়গার যদি এই হাল হয় তাহলে আমরা আশঙ্কা করতেই পারি যে, সামনে এসব ঘটনা আরও ব্যাপকভাবে ঘটবে।
Md Abdul Basir
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?