ষড়যন্ত্র।
সচিবালয়ের ৭ নং ভবনের দুই প্রান্তে আগুন, মাঝখানে কোনও আগুন নেই। দৃশ্যটা দারুণ অবাক করা না? আপনি অবাক হচ্ছেন? আমি তো হচ্ছি না।
আরও মজার বিষয় কি জানেন? যেখানে আগুন লেগেছে সেই অফিস দুটি মূলত সমন্বয়ক নাহিদ ইসলাম এবং Asif Mahmud এর আন্ডারে রয়েছে। এবার আপনারাই হিসেব মিলিয়ে নিন।
বিদ্যুৎ সার্কিটের প্রবলেমে আগুন লেগেছে টাইপের অবান্তর কথা শোনাতে আইসেন না জনগণকে। জনগণ যদি নির্বোধ হতো তাহলে স্বৈরাচার হাসিনা এখনও মসনদে বহাল থাকতো।
আপনারা যারা সরকারে আছেন, তারা আরও নমনীয় হোন। আরও বেশি সহমর্মিতা দেখান পতিত লীগের প্রতি। বিএনপিকে বলুন একটা আনন্দ মিছিল বের করতে। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
যতদিন আপনারা কঠোর না হতে পারবেন, ততদিন এই ঘটনা ঘটতেই থাকবে। এখনও সময় আছে স্বৈরাচারের আমলের সকল আমলা-কামলাদের বিদায় দিন। একেবারে গোড়া থেকে সমূলে সংস্কার করুন। অন্যথায় মানুষ আপনাদের সারাজীবন গালি দিবে। আপনারা হবেন ২৪ এর ভিলেন।
Md Rohmotullah
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟
Khodeza Begum
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟