@zihad85
নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, বাড়িঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ
পাঁচ দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আগুন। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো আগুন জ্বলছে ছয় স্থানে। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের। এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে মোবাইলে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্কবার্তা। গেলো পাঁচ দিনেও আগুন নিয়ন্ত্রণের তেমন কোন ভালো খবর মেলেনি। উল্টো নতুন করে আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে।
স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর–পূর্ব দিকে ধাবিত হচ্ছে দাবানল। এ কারণে ছয় এলাকায় জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়তে পারে নতুন এলাকায়। দাবানলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে ১০ হাজারেরও বেশি অবকাঠামো।
হাইয়াত তাহরীর আশ শাম এর "আমর বিল-মারুফ ওয়া নাহি আনিল-মুনকার" বিভাগের মহিলা সদস্যদের দামেস্কের পার্ক এবং অন্যান্য পাবলিক এলাকায় মুসলিম মহিলাদের হিজাব-নিকাব পরার দাওয়াহ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে কিছু বোন অন্য বোনদের দাওয়াহ দিচ্ছেন।
.
শরীয়াহ সুন্দর, শরীয়াহ চমৎকার!
ভারতে গরু জবাইয়ের অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা!
ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে গরু জবাইয়ের অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শাহিদ দিন (২৯)। সোমবার মধ্যরাতের পর তিনি মারা যান। এই ঘটনার পর মুসলিমপ্রধান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
মোরাদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কুমার রান বিজয় সিং জানান, নিহত শাহিদ দিনের মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাঁর দাফনের কাজ সম্পন্ন করেন।
স্থানীয়দের অভিযোগ, শাহিদ দিন এবং তাঁর তিন সঙ্গী মান্ডি সমিতি চৌকির কাছে একটি বাছুর গরু নিয়ে গরুটিকে জবাইয়ের চেষ্টা করছিলেন। পরে স্থানীয় উগ্র হিন্দুত্ববাদীরা তাঁদের আটকের চেষ্টা করলে শাহিদ দিন ছাড়া অন্য তিনজন পালিয়ে যান এবং উত্তেজিত হিন্দুত্ববাদীরা শাহিদ দিনকে ধরে ফেলে।
অভিযোগ রয়েছে, হিন্দুত্ববাদীরা তাঁকে ঘিরে লাঠি ও রড দিয়ে নির্মমভাবে মারধর করে এবং গালাগালও করা হয়।
❖▂▅█▓༆҈﷽༄▓█▅▂❖☚
~~~ لا الہ الا اللہ محمد الرسول اللہ ~~~
♚▅▂▂?▂
jakir Hosain
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟